২৮ ডিসেম্বর ১৯৭১ঃ মুক্তিবাহিনীর কৃতিত্ব
কুমিল্লা থেকে আগত মুক্তিবাহিনীর ৩০ সদস্য এর একটি দল মিরপুরে তল্লাশি চালিয়ে বহু তাজা মাইন, গ্রেনেড, হাত বোমা উদ্ধার করে। এ সময় তারা বিহারীদের শীর্ষ সন্ত্রাসী আখতার গুন্ডা সহ শতাধিক রাজাকার, আলবদর এবং লুকিয়ে থাকা পাকিস্তানী সৈন্য গ্রেফতার করে। মাইন ইউনিটের সদস্য গিয়াসুদ্দিন মিরপুর মাজারের কাছ থেকে ৪১ টি মাইন ও ২ টি গ্রেনেড সহ প্রচুর অস্র উদ্ধার করেন।