You dont have javascript enabled! Please enable it! 1971.12.23 | বাঙালি জাতির পিতাকে অবশ্যই বাঙ্গালিদের কাছে ফিরিয়ে দিতে হবে- সরণ সিং - সংগ্রামের নোটবুক

২৩-২৪ ডিসেম্বর, ১৯৭১ঃ সরদার সরণ সিং

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকভারত স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরন সিং অভিনন্দন জানিয়েছেন। তিনি নিউইয়র্ক থেকে লন্ডন যাত্রার প্রাক্কালে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন শেখ মুজিবকে জেলে রাখা এবং তাকে সরিয়ে অন্যত্র গৃহবন্দী রাখার মধ্যে কোন পার্থক্য নেই । তিনি বলেন বাঙালি জাতির পিতাকে অবশ্যই বাঙ্গালিদের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি জাতির উদ্দেশে ভুটটোর প্রথম ভাষণে উষ্মা প্রকাশ করেন সে ভাষণে ভুটটো ভারতের প্রতি যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেছিলেন। দু দেশের মধ্যে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন উত্তেজনা প্রশমনের পরেই কেবল এ ধরনের আলোচনা হতে পারে।
২৪ ডিসেম্বর লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরন সিং বলেন ভুটটো যদি গনতান্ত্রিক পদ্ধতির প্রতি সন্মান পোষণ করেন তাহলে তার অবিলম্বে শেখ মুজিবের মুক্তি দেয়া উচিত। তিনি বলেন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলে পাক ভারত সমস্যার সমাধান হবে। পরে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউমের সঙ্গে আলোচনাকালে ভারতের বিদেশমন্ত্রী সরদার শরণ সিং জানান যে, বাংলাদেশে প্রয়োজনের চেয়ে একদিনও বেশি সৈন্যদের রাখার কোনো ইচ্ছা ভারতের নেই।