You dont have javascript enabled! Please enable it!

২৩ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতে বাংলাদেশ পুনর্গঠন দল

ভারতের বোম্বাইয়ে কংগ্রেস ফোরাম ফর সোশালিসট একশন নামে একটি প্রতিষ্ঠান Build Bangladesh Group নামে বাংলাদেশ পুনর্গঠন দল গঠন করেছে। এই দলে অভিজ্ঞ টাউন প্লানার, আর্কিটেক্ট, প্রকৌশলী আছেন। তারা বিনা পারিশ্রমিকে বাংলাদেশে কাজ করতে আগ্রহ পোষণ করেছে। এই দলটি ১১ সদস্য নিয়ে একটি কমিটি করেছে। জনাব প্রভাকর কান্তে এর চেয়ারম্যান এবং জি ডি ভাস্কর এর ভাইস চেয়ারম্যান হয়েছেন। তবে তারা কাজ করতে শুধু ভ্রমন ভাতা নিবেন।