You dont have javascript enabled! Please enable it! 1971.12.23 | শেখ মুজিবের সাথে ভূট্টোর আলোচনা - সংগ্রামের নোটবুক

২৩ ডিসেম্বর ১৯৭১ঃ শেখ মুজিবের সাথে ভূট্টোর আলোচনা

রাওয়ালপিন্ডিতে সরকারীভাবে ঘোষণা করা হয় যে, আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডিতে গৃহবন্দী করে রাখা হয়েছে। বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। বিবিসি জানায় ভূট্টো শেখ মুজিবের সহিত একটি আপোষে পৌছতে চাচ্ছেন যা আদৌ সম্ভব নয় বলে প্রতীয়মান হচ্ছে। ভয়েস অফ আমেরিকা জানায় আপাতদৃষ্টে মনে হচ্ছে ভূট্টো শেখ মুজিবের উপর থেকে রাষ্ট্রদ্রোহিতা মামলা প্রত্যাহার করে নিচ্ছেন। ভূট্টোর বন্ধু এমএনএ আব্দুল হাকিম পীরজাদা (বেনজিরের শ্বশুর) শেখ মুজিবের গৃহে অন্তরীন করা এবং আলোচনা প্রক্রিয়ার কথা স্বীকার করেছেন। মুজিবের সাথে আলোচনার আগে ভূট্টো তিনটি বৃহৎ রাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছেন এর মধ্যে সোভিয়েত রাষ্ট্রদূতের সাথে কয়েক ঘণ্টা আলাপ করেছেন।
এদিকে জেনেভা থেকে আন্তজার্তিক রেডক্রসের একটি প্রতিনিধি আটক শেখ মুজিবের সাথে দেখা করার জন্য রাওালপিণ্ডি পৌঁছেছেন।