২২ ডিসেম্বর, ১৯৭১ঃ সরদার শরণ সিং
এই দিনে পাকভারত স্থায়ী যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ায় সোভিয়েত ইউনিয়ন কোন ভেটো দেয়নি। তারা এবং পোল্যান্ড ভোট দানে বিরত ছিল। ১৩-০ ভোটে প্রস্তাব পাশ হয়। নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী পাকিস্তানের আগা শাহী পুরব পাকিস্তান হতে সৈন্য প্রত্যাহারের আবেদন করলে ভারতের বিদেশমন্ত্রী সরদার শরণ সিং বলেন পাকিস্তানের বাংলাদেশের বাস্তবতা মেনে নেয়া উচিত তারা তা না মেনে যদি বাংলাদেশের প্রতি পুনরায় হাত বাড়াতে চেষ্টা করে তবে এ অঞ্চলে পুনরায় শান্তি বিঘ্নিত হবে। তিনি পাকিস্তানে একজন নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং তার উদ্দেশে বলেন বাস্তবতাকে মেনে নিতে।