২২ ডিসেম্বর ১৯৭১ঃ মন্ত্রীপরিষদের বেগম মুজিবের সাথে সাক্ষাৎ ও শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকা ফিরে প্রথম দিনেই মন্ত্রীপরিষদ সদস্যগন অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্তে একটি খোলা জিপে করে ধানমণ্ডির ১৮ নং সড়কের বাড়ীতে বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ সেখানে পৌছলে এক করুন দৃশ্য এর অবতারনা হয়। এত ত্যাগ তিতিক্ষার পর বাংলাদেশ মুক্ত হলেও বঙ্গবন্ধুকে আমরা এখনও পেলাম না এই বেদনাই সকলের মনে তীব্র বেদনার মত বিঁধিতে থাকে। পরে নেতৃবৃন্দ শহীদ মিনারে যান এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নেতৃবৃন্দ শেরে বাংলা এবং সোহরাওয়ারদির কবর জিয়ারত করেন।