২১ ডিসেম্বর ১৯৭১ঃ সরণ সিং
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরণ সিংহ ওয়াশিংটনে টেলিভিশন সাক্ষাৎকারে পাক ভারত যুদ্ধে মার্কিন ভুমিকার ক্ষোভ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য ভারতকে দায়ী করে যে বিবৃতি দিয়েছিল তা তিনি অন্যায় ও অসঙ্গত আখ্যায়িত করেছেন। তিনি বলেন শীঘ্রই ভারত পাকিস্তানের সাথে আলোচনা শুরু করবে এবং এর বিষয় হবে পাকিস্তানের স্থায়ী বাংলাদেশ স্বীকার করে ভারতের সাথে একটি স্থা্রিতিশান্তি চুক্তিতে পৌঁছানো। তিনি বলেন তিনি বিশ্বাস করেন মুজিব জীবিত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিনি অবশ্যই একজন প্রভাবক। সরণ সিং এমন সময়ে এই সাক্ষাৎকার দিলেন যখন ভুটটো একক পাকিস্তানের গঠনের কথা বলেছেন। তিনি বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার সম্পর্কে বলেন ইহা ভারত বাংলাদেশের বিষয় এবং সেখানে প্রয়োজনের একদিনের বেশী ভারতীয় সৈন্য অবস্থান করবে না।