১৮ ডিসেম্বর ‘৭১ঃ স্বাধীনের পর প্রথম জনসভা
সময় ১৮ ডিসেম্বর, বিকেল সাড়ে চারটায় পল্টন ময়দানে সমাবেশের আয়োজন করে ঢাকায় উপস্থিত কাদেরিয়া বাহিনী। কাদের সিদ্দিকী ধানমণ্ডির বাড়ি থেকে শেখ জামালকে নিয়ে আসেন পল্টন ময়দানের সমাবেশে। শেখ জামাল গতকালই দেশে ফিরেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন নাগরপুর থেকে নির্বাচিত এমএনএ অধ্যক্ষ হুমাউন খালিদ, এমপিএ লতিফ সিদ্দিকি, এমপিএ বাসিত সিদ্দিকি, কাদেরিয়া বাহিনীর সেকেন্ড ইন কম্যান্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের জিএস আনোয়ার আলম শহীদ। সভায় সবাই বক্তব্য দেন। তারা পাকিস্তানের কারাগার থেকে শেখ শেখ মুজিবের মুক্তি দাবি করেন। স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগনের প্রতি আবেদন জানান। অনুষ্ঠানে স্বাধীন দেশে প্রথমবারের মত ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। জনসভা সমাপ্তির পর অধ্যক্ষ খালেদ, শেখ জামাল, লতিফ সিদ্দিকি, বাসিত সিদ্দিকি যার যার গন্তব্বে চলে যান।