You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | ইন্দিরা গান্ধীর বিজয় বানী - সংগ্রামের নোটবুক

১৬ ডিসেম্বর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধীর বিজয় বানী

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশে এক বেতার ভাষণে বলেছেন লক্ষ শহীদের শোণিত তর্পণে মুক্ত স্বাধীন সোনার বাংলায় সভ্যতার নতুন স্বর্গ গড়ে উঠবে। ঢাকা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্ত রাজধানী। শত শহীদের রক্ত রঞ্জিত পথ অতিক্রম করে যে বীর জওয়ানেরা আজ স্বাধীনতার বিজয় পতাকা উড্ডীন করেছেন তাদের কথা স্মরণ করে তিনি বলেন আজ থেকে সোনার বাংলা মঙ্গলময় ভবিষ্যতের দিকে শুভ যাত্রা করবে। আজ ৪ টা ৩১ মিনিটে দখলদার পাক বাহিনী মিত্র বাহিনীর সেনাপতি লেঃজেঃ অরোরার কাছে আত্মসমর্পণ করেছে। আমি জাতিকে ঐতিহাসিক ঘটনার কথা জানিয়ে বলছি আজ বীর মুক্তি সংগ্রামী ও আমাদের বীর জওয়ানদের গুনপনায় আমি মুগ্ধ। সমগ্র জাতি সেই নাম না জানা শহীদদের পরিবারের কথা চিরদিন স্মরণে রাখবে। আজ আমি মুক্তিসেনাদের বলছি প্রতিশোধ নয় বন্দীদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। বাংলাদেশ থেকে যাবতীয় অনাচার দূর করতে হবে। আমি বিশ্বকে জানিয়ে দিতে চাই প্রয়োজনের বেশী এক দিনও আমাদের সেনাবাহিনী বাংলাদেশে থাকবে না। আজ বাংলাদেশের পুনর্গঠনের জন্য সচেষ্ট হতে হবে। আজ মানবতার বিজয় ঘোষিত হল। নতুন স্বর্গ গড়ে উঠুক, শান্তি, প্রগতি ও উন্নয়নের জয়যাত্রা সুচিত হোক।
পরে তিনি লোক সভায় অনুরূপ বক্তব্য দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাম রাজ্য সভায় বক্তৃতা করেন।