১৬ ডিসেম্বর ১৯৭১ঃ পলায়ন কৃত পাক সৈন্যবাহী পিএনএস রাজশাহীর ১০ জন বাঙালি নাবিকের দলত্যাগ
বাংলেদেশ থেকে পলায়নকৃত পাক সৈন্যবাহী পিএনএস রাজশাহী মালয়েশিয়ার পেনাং বন্দর পৌছলে সেখানে জাহাজের ১০ জন বাঙালি নাবিক দলত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং সেখানে আশ্রয় নেয়। উল্লেখ্য ১৬ ডিসেম্বর পিএনএস রাজশাহী সেনা ও নৌবাহিনীর অর্ধশতাধিক অফিসার ও কিছু বেসামরিক লোকজনসহ পলায়ন করে পেনাং আসে।