১৫ ডিসেম্বর ১৯৭১ঃ লোক সভায় সপ্তম নৌ বহর
সিঙ্গাপুর থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানান সপ্তম নৌবহর দু ভাগে বিভক্ত হয়ে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে যার একটির নাম ত্রিপলি যাতে ২৩টি(৩০) হেলিকপ্টার আছে। এদিকে ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল নন্দা বোম্বাইয়ে বলেছেন তার বাহিনী বঙ্গোপসাগরে শত্রুর ডুবোজাহাজের সন্ধানে আছেন। তার বাহিনীর উপর কোন বিমান হামলার কোন সম্ভাবনা নেই এবং তার বাহিনী বঙ্গোপসাগরে এমন ভাবে অবস্থান নিয়েছে যাতে কোন জাহাজ ভিতরে যেতেও পারবেনা আসতেও পারবেনা। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজ বাহাদুর বলেছেন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরের উপস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংসদে বিভিন্ন দলের এমপি গন মার্কিন ভুমিকার নিন্দা করে বক্তব্য প্রদান করেন।