১৫ ডিসেম্বর ১৯৭১ঃ সপ্তম নৌবহর প্রসঙ্গে এলকে ঝা
জাতিসংঘে ভারতীয় রাষ্ট্রদুত এলকে ঝা আজ ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন বাংলাদেশের ভিতরে অবস্থানরত বিদেশী নাগরিকদের অপসারনের নামে বহিঃরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত অমিত্র সুলভ আচরণ বলে বিবেচনা করবে এবং এতে উপমহাদেশের পরিস্থিতি আর জটিল হয়ে উঠবে। এ বিষয়ে তিনি ইতিপূর্বে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী জোসেফ সিসকোর সাথে আলাপ করেছেন এবং এ বিষয়ে ভারত সরকারের মনোভাব প্রকাশ করেছেন। ভারত ও বাংলাদেশ সরকার বাংলাদেশে অবস্থানরত সকল মার্কিন নাগরিকের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সে ক্ষত্রে যুক্তরাষ্ট্রের এ ধরনের উদ্যোগ অবস্থার জটিলতাকে আরও বাড়িয়ে তুলবে। তিনি বলেন আমরা আরও খবর পেয়েছি যে মার্কিন এই তৎপরতার সময় পাকিস্তানি সৈন্যদের নিরাপদে দেশত্যাগের ব্যাবস্থা করার পরিকল্পনা করছে। তবে যুদ্ধ শেষ হওয়ার আগে ভারত সরকার কোন পাকিস্তানী সৈন্যকে পাকিস্তানে যেতে দেবে না।