১৪-১৭ ডিসেম্বর, ১৯৭১ঃ চট্টগ্রাম আক্রমন ও আত্মসমর্পণ
রামগড়ে বেসামরিক প্রশাসন চালু করা হয়। মহকুমা সদর রামগরের নাম পরিবর্তন করে রাখা হয় ক্যাপ্টেন কাদের নগর রাখা হয়। মুক্ত সীতাকুণ্ডে বেসামরিক প্রশাসন চালু করেন অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী এমপিএ। চট্টগ্রাম সেক্টরে মুক্তিবাহিনী কুমিরা ঘাঁটির পতন ঘটিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাত্রা শুরু করে। চট্টগ্রামে ব্রিগেডিয়ার তাস্কিনের দুই ব্যাটেলিয়নের ৯৭ ব্রিগেড আছে। ব্রিগেডিয়ার সান্ধুর ৮৩ ব্রিগেড সীতাকুণ্ডের পূর্ব দিক দিয়ে চট্টগ্রামের কাছে উপনিত হলে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। ১৭ ডিসেম্বর ফৌজদারহাট ক্যাডেট কলেজে আত্মসমর্পণ অনুষ্ঠান হয়।