You dont have javascript enabled! Please enable it! 1971.12.14 | ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক - সংগ্রামের নোটবুক

১৪ ডিসেম্বর ১৯৭১ঃ ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক

পূর্ব পাকিস্থান সরকারের অধীনে দায়িত্ব পালনরত প্রায় ৬৫ জন সরকারী উচ্চপদস্থও কর্মকর্তা চাকুরি থেকে পদত্যাগ করে প্রাণভয়ে আশ্রয় নেন ঢাকার আর্ন্তজাতিক রেডক্রসের নিরপেক্ষ জোন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে । একথা নিশ্চিত করেছেন ঢাকাস্থ রেডক্রস প্রতিনিধি রেনারড। জেনেভাস্থ রেডক্রস কমিটি থেকে দুপুরে এ তথ্য ভারতীয় রেডক্রস কমিটিতে আসে। এদের মধ্যে চীফ সেক্রেটারি এবং পুলিশ প্রধানও রয়েছেন এদের দুজনই পশ্চিম পাকিস্তানী।