১৪ ডিসেম্বর ১৯৭১ঃ ৭ম নৌ বহর নিয়ে ভারতীয় সংসদে আলোচনা
ভারত মহাসাগরে মার্কিন সপ্তম নৌ বহরের একটি টাস্ক ফোরস প্রবেশকে কেন্দ্র করে ভারতের লোকসভায় এমপি রা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ভারত সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে তারা জানতে চায়। কমিউনিস্ট পার্টি এমপি রা বিষয়টি শক্ত হাতে মোকাবেলার জন্য সরকারের প্রতি আহবান জানায়।
সায়গন থেকে একটি মার্কিন বার্তা সংস্থা জানায় পূর্ব পাকিস্তান থেকে মার্কিন নাগরিক অপসারণ করাই এদের উদ্দেশ্য। ভারতের প্রধান মন্ত্রীর মুখ্য সচিব পি এন হাক সার এ বিষয়ে সোভিয়েত প্রথম উপ প্রধানমন্ত্রী ভাসিল কুজনেতসভের সাথে আলাপ করেছেন। ভারত সরকারের একজন মুখপাত্র বলেছেন সপ্তম নৌ বহরের যাত্রা একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ ছাড়া আর কিছুই না। তারা যে কয়জন নাগরিকের উদ্ধার কার্যক্রমের কথা বলছেন তার সংখ্যা অতি নগণ্য। তিনি বলেন ব্রিটিশ এবং কানাডা যেভাবে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সে পথে গেলে তার দেশ সহযোগিতা করবে। মার্কিন সপ্তম নৌ বহরের বরাত দিয়ে একটি সংবাদ সংস্থা সংবাদ প্রচার করে যে যদি অন্য কোন উপায়ে মার্কিন নাগরিক অপসারন করা হয়ে থাকে তবে তাদের কর্মসূচী বাদ হবে।