১৩ ডিসেম্বর ১৯৭১ঃ রাও ফরমান আলি কার্যত গৃহবন্দী
ঢাকায় সেনাবাহিনীর ঘনিষ্ঠ ডেইলি টেলিগ্রাফ সাংবাদিক হোলিংওয়ারথ জানিয়েছেন আত্মসমর্পণ ইস্যুতে পাক সেনাবাহিনীতে অন্তর্বিরোধ চরমে পৌঁছেছে। ঢাকার সামরিক কম্যান্ড গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীকে এক প্রকার গৃহবন্দীর মত রাখা হয়েছে। এদিকে পাক সরকারের এক মুখপাত্র জাতিসংঘে প্রেরিত রাও ফরমান আলীর পত্রের সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে সরকারের যথাযথ অনুমোদন নেয়া হয়েছে এবং পত্রের বিষয়ে আশু কার্যক্রম নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে জানানো হয়েছে। হোলিংওয়ারথ আরও বলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এখন প্রকাশ্যই স্বীকার করছেন যুদ্ধ তাদের হাত ছাড়া হয়ে গেছে। তার মতে ঢাকা দখলে ভারতীয় বাহিনীর দুদিনের বেশী লাগার কথা নয়।