১০ ডিসেম্বর, ১৯৭১ঃ জেনারেল নিয়াজী
৮-৯ তারিখে নিয়াজি নিভৃতে এবং চুপচাপ থাকায় আকাশবাণী ও বিবিসি গত রাতের সংবাদে জানায় যুদ্ধে পরাজয়ের আশংকায় লে. জেনারেল নিয়াজী পলায়ন করেছেন। এতে ক্ষুব্দ হয়ে মেজর জেনারেল জামশেদ সহ ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে যান। রেডক্রস তাদের হোটেলের ভিতরে অস্র নিয়ে যেতে বাধা দিলে তিনি সাকুরা পর্যটন তথ্য কেন্দ্রের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি দম্ভভরে বলেন, কোথায় বিদেশী সাংবাদিকরা, কোথায় বিবিসি এর সাংবাদিক? আমি পলাতক নই। আমি এখনও পূর্ব পাকিস্তান আর্মি কম্যান্ড করে যাচ্ছি। আমি আপনাদের জানাতে চাই, আমি কখনো আমার সেনাবাহিনীকে ছেড়ে যাব না। আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব।