১০ ডিসেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী নয়াদিল্লীতে দিল্লী বিশ্ববিদ্যালয়ে এক বিশাল ছাত্র সমাবেশে বলেন, যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘের আহবান ভারত প্রত্যাখ্যান করেনি বা গ্রহণও করেনি। প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন বিজয় তখনই সম্পূর্ণ হবে যখন বাংলাদেশ সরকার ঢাকায় সুপ্রতিষ্ঠিত হবে এবং বর্তমানে ভারতে অবস্থানরত এক কোটি শরণার্থী তাদের বাস্তুভিটায় ফিরে যেতে পারবে। দিল্লী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভারতে অবস্থানরত শরণার্থীদের জন্য এক লক্ষ এক হাজার টাকার চেক ইন্দিরা গান্ধীর কাছে হস্তান্তর করেন।