You dont have javascript enabled! Please enable it!

৭ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে পাক ভারত সমস্যা

চীন ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে পাক ভারত সমস্যা সমাধানে ব্যার্থ হয়ে সাধারন পরিষদে বিষয়টি উত্থাপন করে। তবে তারা নিজে নয় সোমালিয়ার (প্রতিনিধি আব্দুল রহিম আব্বি ফারাহ) মাধ্যমে প্রস্তাব উত্থাপন করে। অবশ্য ভোটে ১১-০ প্রস্তাবটি সাধারন পরিষদে স্থানান্তর হয়। এধরনের ঘটনা এর আগে (কঙ্গো নিয়ে) ১৯৬০ সনের সেপ্টেম্বর মাসে হয়েছিল। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন বলেছেন উপমহাদেশের সমস্যার মুল কারনের উল্লেখহীন প্রস্তাব সাধারন পরিষদে এলে তার দেশ মেনে নেবে না। রুশ ও ব্রিটিশ প্রতিনিধি বিষয়টি সাধারন পরিষদে নেয়ার বিরোধিতা করেছেন। (ব্রিটিশ সরকার ও ব্রিটিশ গণমাধ্যম এদিন থেকে সুর পরিবর্তন করছে )