You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | তিস্তা ফ্রন্ট- খাদেমুল বাশারের ৬ নং সেক্টর হেড কোয়ার্টার দেশের ভিতরে থেকেই লড়াই করে আসছিল - সংগ্রামের নোটবুক

৬ ডিসেম্বর ১৯৭১ঃ তিস্তা ফ্রন্ট

ভারতীয় বাহিনী ২৮ অক্টোবর (ধলাই ) থেকেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যুদ্ধ শুরু করলেও তিস্তা ফ্রন্টে তেমন একটা অগ্রসর হয়নি। এই এলাকায় খাদেমুল বাশারের ৬ নং সেক্টর হেড কোয়ার্টার দেশের ভিতরে থেকেই লড়াই করে আসছিল। ক্যাপ্টেন নওাজেশ এর সাব সেক্টর বাহিনী ভুরুঙ্গামারি দিয়ে অগ্রসর হচ্ছিল আর সেক্টর আসছিল পাটগ্রাম থেকে। উভয় বাহিনীর সম্মুক্ষে ছিল নাগেশ্বরীতে এবং হাতিবান্ধায় ২৫ পাঞ্জাব(বদলি ৮ পাঞ্জাব) আর ৮৬ মুজাহিদ ব্যাটেলিয়ন এর অংশ। এতদিন পর্যন্ত ভারতীয় বাহিনী এখানে সহায়ক বাহিনী হিসেবে কাজ করছিল। এই দিনে ভারতীয় ৬ ডিভিশনের ৯ ব্রিগেড মুক্তিবাহিনীর সাথে দক্ষিনে অগ্রসর হয়। তিস্তা নদীর পার পর্যন্ত মুক্ত হয়। ৪ তারিখে অবশ্য পাকিস্তান কম্যান্ড উত্তরের সকল পাক বাহিনীকে রংপুরে অবস্থান নিতে বলেছিল। তারা তাদের প্রত্যাহার সমাপ্ত করে এদিন। এদিন বিকেল ৩ টায় পাক সৈন্য বহনকারী ট্রেন কুড়িগ্রাম ত্যাগ করে। বিকেলে একে একে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে।