৬ ডিসেম্বর ১৯৭১ঃ ফেনী ফ্রন্ট
ভারতীয় এবং মুক্তিবাহিনীর যৌথ ব্রিগেড কিলো ফোরস ফেনীর ৩ দিক থেকে আক্রমন শুরুর পর ফেনীতে অবস্থানরত ৫৩ ব্রিগেড ৫ তারিখ থেকেই লাকসামে পশ্চাদপসরণ করে ফলে ফেনী এই দিনে মুক্ত হয়। ফেনী দখলের সাথে সাথেই পাকিস্তানের সকল ডিভিশনের সাথে তাদের ব্রিগেড সমুহের সংযোগ বিচ্ছিন্ন সম্ভব হয়।