০৬ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় পাকিস্তান এদিন দুপুর বেলায় ভারতের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ভারতে অবস্থিত সুইস দুতাবাসকে সেখানে পাকিস্তানের স্বার্থ রক্ষার দায়িত্ব প্রদান করা হয়েছে। সুইস দুতাবাস দুই দেশের স্বার্থ দুই দেশে পালন করতে রাজি হয়েছে তবে পাকিস্তান অলছে সেখানে ব্রিটিশ দুতাবাস তাদের দেখভাল করছে। পাকিস্তান সরকার জানায় পাকিস্তানে ১৬ জন ভারতীয় কূটনীতিকদের সাতটি বাসায় রাখা হয়েছে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছে।
নূরুল আমিন সরকারের এ সিদ্ধান্তকে স্বাভাবিক এবং সময়োচিত বলে উল্লেখ করে। তিনি বলেন অস্তিত্ববিহীন ‘বাংলাদেশ’ নিয়ে ভারত পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্রে মেতেছে।