৫ ডিসেম্বর ১৯৭১ঃ রংপুর ফ্রন্ট
দিনাজপুর ফ্রন্টে ঠাকুরগাঁও পতনের পর ভারতীয় ৭১ ব্রিগেড সৈয়দপুরের উত্তরের অংশে অগ্রসর হলে পাকবাহিনী পিছু হটে সৈয়দপুর দিনাজপুরের মাঝামাঝি মণ্ডল পাড়ায় অবস্থান নেয়। ফলে নীলফামারীর উত্তরাংশ মুক্ত হয়। মুক্তিবাহিনী কুড়িগ্রাম আক্রমন করলে পাক বাহিনী পশ্চাদপসরণ করে লালমনিরহাট চলে যায় পাশপাশি ভারতীয় বিমান বাহিনী লালমনিরহাট কুড়িগ্রামে প্রচণ্ড বোমাবর্ষণ করলে জিওসি নিয়াজি কুড়িগ্রাম লালমনিরহাটের সকল বাহিনীকে তিস্তার দক্ষিনে চলে আসতে বলেন এবং তিস্তা ব্রিজ উড়িয়ে দেয়ার নির্দেশ দিলেন। এ প্রত্যাহারে দুই দিন সময় লাগে।