You dont have javascript enabled! Please enable it! 1971.06.24 | মার্কিন অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রেসিডেন্ট নিক্সনের কাছে নজরুল ইসলামের তারবার্তা | কালান্তর - সংগ্রামের নোটবুক

মার্কিন অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রেসিডেন্ট নিক্সনের কাছে নজরুল ইসলামের তারবার্তা
(স্টাফ রিপাের্টার)

মুজিবনগর ২৩ জুন- বাঙলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে এক তারবার্তায় পাকিস্তানকে নতুন করে মার্কিন অস্ত্র বিক্রয়ের ঘটনায় বাঙলাদেশের সরকার ও জনমত অত্যন্ত মর্মাহত হয়েছেন ও বিপন্ন বােধ করেছেন বলে জানিয়েছেন। দুই জাহাজ বােঝাই অস্ত্রসহ ও অস্ত্রাদির অংশ (স্পেয়ার পাের্টস) পাকিস্তানের পথে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাঠানাের ঘটনা সম্পর্কে বাঙলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্র মন্তব্য করেন যে, তারা এই ঘটনায় গভীর উদ্বেগ বােধ করেছেন এবং মার্কিন সরকারের এই কাজ বাঙলাদেশের জনগণকে মুক্ত দুনিয়া বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে মােহমুক্তি ও মনােভাবই জাগ্রত করে। এই অস্ত্র সরবরাহ রক্তঝরা বাঙলাদেশের জনগণের উপর আর একটি কঠিন আঘাত। মার্কিন সরকারের এ কাজ বাঙলাদেশে রক্তস্রোত ও নৃশংস অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাসহ বিশ্বের ক্রমবর্ধমান জনমত পুরােপুরি অ বারই এক নিদর্শন। ১৯৫১ সাল থেকে ১৯৫৩ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রায় ৩০০ কোটি ডলার অর্থনৈতিক সাহায্য দিয়েছে এবং ১৯৫৪ থেকে ১৯৬৫ সালের মধ্যে মার্কিন সামরিক সাহায্যের পরিমান ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার হবে বলে উক্ত মুখপাত্র জানিয়েছেন। এই বিপুল সাহায্য সবসময়েই ব্যবহৃত হয়েছে বাঙলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার অর্জনের সংগ্রামের বিরুদ্ধে। ১৯৬৫ সালে পাকিস্তানের অস্ত্র সাহায্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু ১৯৭০ সালে এর ব্যতিক্রম ঘটান হলাে। বাঙলাদেশের বিরুদ্ধে যুদ্ধের দরুন নিঃশেষিত পাকিস্তানের অস্ত্রভান্ডার পুনরায় পূর্ণকরার জন্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করছে। যে অস্ত্র সাহায্যই দেওয়া হােক না কেন বাঙলাদেশের জনগণ তাদের স্বাধীনতাকে সংহত করার সংগ্রাম চালিয়ে যাবেন অক্লান্তভাবে।…

সূত্র: কালান্তর, ২৪.৬.১৯৭১