কাশ্মীর থেকে শরণার্থীদের জন্য মেডিকেল টিম
নয়াদিল্লী, ৩০ জুন ৪ জন ডাক্তারসহ ২০ জন সদস্যের একটা ডাক্তারী দল কাশ্মীর থেকে আগামী ৩০ জুন দিল্লী হয়ে কলকাতা রওনা হবেন। দলটি পশ্চিম দিনাজপুরে বাঙলাদেশের শরণার্থীদের মধ্যে কাজ করবেন। আজ সন্ধ্যায় দলের সদস্যগণ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীউমাশঙ্কর দীক্ষিতের সঙ্গে সাক্ষাত করেন। এই উপলক্ষে মন্ত্রী মহাশয় বলেন, কাশ্মীর থেকে আগত এই দলটি দেখে শরণার্থীরা আনন্দিত হবেন।
সূত্র: কালান্তর, ১.৭.১৯৭১