You dont have javascript enabled! Please enable it! 1971.07.15 | শরণার্থীর সংখ্যা ৬৮ লক্ষ ৩৩ হাজার | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থীর সংখ্যা ৬৮ লক্ষ ৩৩ হাজার
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৪ জুলাই এ পর্যন্ত ভারতবর্ষে ৬৮ লক্ষ ৩৩ হাজার উদ্বাস্তু এসেছেন। সরকারী সাহায্যে ক্যাম্পে রয়েছে ৪৫ লক্ষ ও বাকী সংখ্যক লােক বাইরে আছেন। এছাড়া নিজ আত্মীয় স্বজনের কাছে সরকারী সাহায্য ব্যতিরেকে যারা রয়েছেন তাদের সাহায্যের ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীনে রয়েছে। তারা বিভিন্ন রাজ্যের শিবিরের মাধ্যমে ২৫ লক্ষ শরণার্থীর জন্য অস্থায়ী বন্দোবস্ত করছেন।
আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় পুনর্বাসন দপ্তরের অতিরিক্ত সচিব শ্রীপি এন লুথরা এই কথা জানান। উদ্বাস্তুদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন যে, পশ্চিমবঙ্গে ৫২’২৫ লক্ষ, ত্রিপুরায় ১০.৯৩ লক্ষ, মেঘালয়ে ২.৮৪ লক্ষ, আসামে ২,২৩ লক্ষ এবং বিহারে .০৮ লক্ষ উদ্বাস্তু রয়েছে। উদ্বাস্তুদের সাহায্যের জন্য একদিকে কেন্দ্রীয় সরকারের বন্দোবস্ত আর অপরদিকে রাজ্যগুলি নিজেরাও কতকগুলি শিবির করছেন। ত্রিপুরায় ৫ লক্ষ ও মেঘালয়ে ৪ লক্ষ উদ্বাস্তুর বসবাসের উপযােগী শিবির স্থাপনের কাজ চলছে। তবে এ ব্যাপারে কাঁচামালের অভাবের জন্যই কাজের দেরী হচ্ছে। ত্রিপুরার খাদ্য সমস্যা প্রকট হয়ে উঠেছে সে ব্যাপারে প্রতি মাসে কেন্দ্রকে ১৮ হাজার টন খাদ্য সরবরাহ করতে হচ্ছে। আসাম, মেঘালয় ও ত্রিপুরার জন্য মাথা পিছু রেশনের বরাদ্দ ১টাকা ১০ পয়সা ধার্য করা হয়েছে। এ ছাড়া এফ, পি, আই এর মাধ্যমে ডাল, সরিষার তেল, চিনি ও লবন প্রেরণের বন্দোবস্ত করা হয়েছে। শিশুদের দুগ্ধ ও খাদ্য সরবরাহের জন্য বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। এদের স্বাস্থ্যের দিকে সরকার অতিরিক্ত ডাক্তার পাঠিয়ে, ঔষধের ব্যবস্থা করে, ভ্রাম্যমান হাসপাতাল ও চিকিৎসালয়ের মাধ্যমে বিভিন্ন রাজ্যকে সাহায্য করছে।

সূত্র: কালান্তর, ১৫.৭.১৯৭১