মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট নেতার সঙ্গে একটি সাক্ষাতকার
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, সেপ্টেম্বর (ইউএনআই)- ‘যদি অধ্যাপনা করার সর্বপ্রকার যােগ্যতাই আমার ছিল কিন্তু আমি কমিউনিস্ট, আর এ কারণেই আমাকে ত্রিশ বৎসর কোন চাকুরি করতে দেওয়া হয় নি। এর মধ্যে দিয়েই বুঝতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিস্টদের কি রকম বাধার মধ্যে দিয়ে কাজ করতে হয়।’ কথাগুলি হাসতে হাসতে বললেন ডঃ হাবার্ট আপথেকার।।
মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট নেতা এবং মার্কসবাদী পণ্ডিত ডঃ হাবার্ট আপথেকার শান্তি সংসদের প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে এসেছেন বাঙলাদেশের সমস্যা বুঝতে এবং শরণার্থী শিবিরগুলি পর্যবেক্ষণ করতে। তার সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন যুক্ত রাষ্ট্রের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে জানার জন্য গিয়েছিলাম।
পরিচয় দিয়ে আসার উদ্দেশ্য তাকে জানাতেই সাগ্রহে তিনি আমাকে বসালেন এবং দীর্ঘদিনের পরিচিত ব্যক্তির মতই তিনি আমার সঙ্গে কথা বলা শুরু করলেন, আর কথা বলার ফাঁকে ফাঁকে ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন, যুব আন্দোলন ধর্ম ও বর্ণ সমস্যা প্রভৃতি প্রসঙ্গ নিয়ে আমাকে পাল্টা প্রশ্ন করা শুরু করলেন।
সূত্র: কালান্তর, ৩.৯.১৯৭১