You dont have javascript enabled! Please enable it! 1971.06.11 | একটি শরণার্থী শিবিরের নমুনা | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

একটি শরণার্থী শিবিরের নমুনা

জোলাইবাড়ী মধ্যপিলাকের ঠাকুরগুড়া অঞ্চলের মহামুনি টিলাতে যে শরণার্থী শিবির তৈরি করা হচ্ছে। সেখানে কোনাে জলের ব্যবস্থা নেই। জলের জন্য শরণার্থীদের প্রায় ২/৩ ফার্লং নিচে নামতে হবে। এছাড়া সেখানে যে রকম ঘর তৈরি হচ্ছে সেটাও বসবাসের উপযুক্ত নয়। সরকার কন্ট্রাক্ট দিয়েই খালাস। এটা উপযুক্ত কিনা সেটা দেখার প্রয়ােজন অনুভব করেন না।

সূত্র: দেশের ডাক
১১ জুন, ১৯৭১
২৭ জ্যৈষ্ঠ, ১৩৭৮