০৪ ডিসেম্বর, ১৯৭১ঃ সর্বাত্মক যুদ্ধ– বিমান যুদ্ধ
পাকিস্তানী বাহিনী ৩ তারিখ সন্ধায় ভারতের পশ্চিমাংশে আকস্মিকভাবে আকাশ-পথে ভারতের পশ্চিমাঞ্চল আক্রমন করার ফলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। আজ উভয় পক্ষে জল স্থল আকাশ পথে তুমুল যুদ্ধ শুরু হয়। পাক বাহিনী গতকাল এবং আজকের হামলায় ৪৬টি (প্রকৃত ২০টি) ভারতীয় বিমান ধ্বংসের করার দাবী করেছে। ঢাকার আকাশে বিমানের ডগফাইট হয়েছে। এখানে একটি ভারতীয় বিমান ধ্বংস হয়েছে। ভারতীয় হামলায় তেজগাও এবং কুর্মিটোলা বিমানবন্দর প্রায় অকেজো হয়ে গেছে। পাকিস্তান ভারতের সবচে বড় বিমানঘাটি আগ্রাতেও আক্রমন করে। তাজমহলেও আক্রমন হতে পারে এই আশঙ্কায় তাজমহলের উপরিভাগ ঢেকে দেয়া হয়েছে। ভারতীয় বাহিনী আকাশে পাচটি, ভুমিতে তিনটি বিমান ধ্বংসের দাবী করে। ভারতীয় হামলায় পূর্ব পাকিস্তানে এ পর্যন্ত দুটি বিমান হারায় পাকিস্তান।