০৪ ডিসেম্বর ১৯৭১ঃ পাক সশস্র বাহিনী
পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এ রহিম বিমান বাহিনীর সদস্যদেরকে শত্রুদের এমন শিক্ষা দিতে বলেন যাতে একশ’ বছরেও ভুলতে না পারে। প্রাক্তন সামরিক বাহিনী সদস্যদের তাদের সাবেক ইউনিট সমুহে যোগদানের জন্য আবারো আহবান জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনী সদস্যদের ভারত সীমান্ত অতিক্রমের যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়। পিআইএ শেষ তিনটি ফ্লাইটে সামরিক পরিবারবর্গ বহন করে পূর্ব পাকিস্তান থেকে আনুষ্ঠানিক ফ্লাইট বন্ধ করে।
নোটঃ ফ্লাইট আবার চালুর কথা থাকলেও তা আর শুরু করতে পারেনি।