৪ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে পাক ভারত যুদ্ধ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র সহ ৮টি সদস্য রাষ্ট্র পাক ভারত যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ডাকার আহবান জানিয়েছে। এ সংক্রান্ত অনুরোধ পত্র ৮ দেশের স্বাক্ষরে মার্কিন দুত জর্জ বুশ নিরাপত্তা পরিষদের সভাপতি সিয়েরা লিওনের টেইলর কামারাকে দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস বলেছেন তার দেশ নিরাপত্তা পরিষদের অধিবেশন আহবানের অনুরোধ জানিয়েছেন। রজারস বলেছেন এ ব্যাপারে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে কোন আলোচনা করেনি।মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ সিসকো পাক ভারত দুই দেশের রাষ্ট্রদুতদের ডেকে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জাতিসংঘ সুত্রে জানা গেছে ইতিমধ্যে বৈঠক ডাকা হয়েছে আজ ৪ ডিসেম্বর রাত্রেই (গ্রিনিচ সময় দুপুর ২ টায়) অধিবেশন শুরু হচ্ছে।