০৩ ডিসেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতা সফরকালে ব্রিগেড প্যারেড ময়দানের সভায় বলেন আঘাত আর সঙ্কটের মধ্য দিয়ে আমরা এক এক নতুন প্রজন্মের দ্বারে উপনীত হচ্ছি। জয় আমাদের সুনিশ্চিত ,ভয় আমাদের নেই। আদর্শ আমাদের পথ প্রদর্শক, সংহত জনতা আমাদের দুর্জয় শক্তির উৎস। সীমান্তের যুদ্ধের জন্য আমাদের ক্ষেত খামার, কলকারখানা, অফিস আদালতেও কাজকর্মের মাধ্যমে প্রতিরোধের দৃঢ় প্রাচীর রচনা করা হয়েছে। জনগন চ্যালেঞ্জের মোকাবেলা করবেই। তিনি বলেন বাংলাদেশের সাত কোটি মানুষকে এভাবে মরতে দিব না। ভারতের ৫৫ কোটি মানুষের পূর্ণ সাহায্য বাংলার মুক্তিযোদ্ধাদের পিছনে থাকবে। পাকিস্তান নিজের কারনেই ভাংছে। আমাদের এখানে করার কিছুই নেই।
পাকিস্তানের হামলা শুরুর পর সভা সংক্ষেপ করে ইন্দিরা দিল্লী রওয়ানা হন। মাঝরাতে জাতির উদ্দেশে এক বেতার ভাষণে তিনি বলেন, পাকিস্তান আজ ভারতের বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালিয়েছে। পাকিস্তানের আক্রমণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে। তিনি দেশবাসীকে চরম ত্যাগ স্বীকারের জন্য তৈরি হবার আহ্বান জানান।