You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | সম্মিলিত কোয়ালিশন পার্টির সভা - সংগ্রামের নোটবুক

০৩ ডিসেম্বর ১৯৭১ঃ সম্মিলিত কোয়ালিশন পার্টির সভা

পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সম্মিলিত কোয়ালিশন পার্টির ২ টি সভা অনুষ্ঠিত হয়। একটি সভা হয় নুরুল আমীনের সভাপতিত্তে পূর্ব পাকিস্তান ভবনে অপর সভাটি হয় নসরুল্লাহ খানের সভাপতিত্তে স্থানীয় এক হোটেলে। সভা শেষে নূরুল আমিন জানান, সভায় পূর্ব-পাকিস্তানে ভারতীয় হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা শেষে গৃহীত এক প্রস্তাবে সশস্র বাহিনী ও জনগনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রধানমন্ত্রীত্ব পদ গ্রহনের গুজব সম্পর্কে তিনি বলেন তিনি উহা জানেন না।