২ ডিসেম্বর ১৯৭১ঃ তিন দলের তিন ব্রিটিশ এমপি বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আহবান।
ব্রিটিশ হাউজ অফ কমন্সে বাংলাদেশের স্বীকৃতি আদায়ে নতুন একটি গ্রুপ সৃষ্টি হয়েছে এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী জন স্টোন হাউজ। জন স্টোন হাউজ ২৫ মার্চের পর হতেই স্বাধীন বাংলাদেশের জন্য তৎপর আছেন। তার বাংলাদেশ সফরকালে তিনি বুড়িমারি চেকপোস্টে বাংলাদেশের ভিসা লাগিয়েছিলেন। সাবেক লেবার মন্ত্রী রেগিনালড প্রেনটিস এই দলে আছেন। তিনি এর আগে পার্লামেন্টারি প্রতিনিধিদলের সদস্য হয়ে পূর্ব পাকিস্তান সফর করেছিলেন। আরেক সদস্য হলেন রক্ষণশীল এমপি হাঘ ফ্রেজার, আরেক সদস্য লিবারেল এমপি জন পারডো। ৬৩০ সদস্য এর সংসদে তাদের সংখ্যা মার্চে ২১০ এর মত ছিল এখন এই সঙ্খা ৩৫০ এর উপরে। তারা শেখ মুজিবের মুক্তি দাবী করে আসছেন।
নোটঃ ভাল কাজের মাঝে স্টোন হাউজের কিছু অপকর্ম আছে। তা নিয়ে বিতর্ক বর্জনীয়।