০২ ডিসেম্বর ১৯৭১ঃ পিটুনি কর
৬ নম্বর সেক্টরের এসএমএলএ শহরের থানাগুলোর অফিসার ইনচার্জদের মাধ্যমে নির্দেশ দেয়, কোনো এলাকায় বোমা বিস্ফোরণ, গুলি, হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ ইত্যাদি সংঘটিত হলে ৫শ’ গজের মধ্যে বসবাসকারীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরিয়ে দিতে হবে। ধরিয়ে না দিলে তাদেরকে পিটুনি কর দিতে হবে।
নোটঃ আনঅফিসিয়ালি এই ধারা আগে থেকেই প্রচলিত ছিল। কোন এলাকায় ঘটনার জন্য পিটুনি কর শুধু নয় জ্বালাও পোড়াও, নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের মত ঘটনা হরহামেশাই ঘটতো।