You dont have javascript enabled! Please enable it!

০২ ডিসেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী নয়াদিল্লীতে কংগ্রেস দলের এক কর্মীসভায় ভাষণ-দানকালে বলেন,কোন বিদেশী রাষ্ট্রস্ত্রর নির্দেশ মতো ভারত তার নিজের প্রতিরক্ষা নীতি নির্ধারণ করবে না। জাতিসংঘ বা কোন বিদেশী রাষ্ট্র কি আমাদের এই গ্যারান্টি দিতে পারে পাকিস্তান ভারত আক্রমন করবে না। ব্রিটিশ পত্রিকার(গার্ডিয়ান) সুত্র ধরে তিনি বলেন ভারতকে কে আক্রমণকারী বলছে আর কে না বলছে তাতে ভারতের কিছু আসে যায় না। এখন আর সেই দিন নাই এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রকে ৩০০০-৪০০০ মাইল দূর থেকে এসে আক্রমন করবে। পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেই লাখ লাখ বাঙালি স্বদেশে ফিরে গিয়ে শান্তিপূর্ণ জীবন-যাপন করতে পারবে।