You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | ছাত্র নেতা তারিকের বাস ভবনে পুলিশের তল্লাশি - সংগ্রামের নোটবুক

১ ডিসেম্বর ১৯৭১ঃ ছাত্র নেতা তারিকের বাস ভবনে পুলিশের তল্লাশি

রবিবার লাহোরে সাবেক মন্ত্রী মাঝহার আলী ও তাহিরা আলীর বাসভবনে পুলিশ তল্লাশি চালায়।
নোটঃ এই দম্পতি বাংলাদেশ পক্ষে অবস্থান নেয়ায় সরকারের রোষানলে পড়েছিলেন। লন্ডন প্রবাসী বামপন্থী ছাত্রনেতা তারিক আলী তাদের সন্তান। তারিক আলী বরাবরই বাংলাদেশের সমর্থক ১৯৬৯ সালে তিনি ঢাকায় এক সমাবেশে স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তিনি ২৫ মার্চের গণহত্যার তীব্র প্রতিবাদকারী ছিলেন। ২০১৩ সালে তাহিরা মাজহার আলীকে বাংলাদেশ সন্মাননা দেয়া হয়।