০১ ডিসেম্বর ১৯৭১ঃ লে. জেনারেল নিয়াজী
লে. জেনারেল নিয়াজী এদিন সিলেট রণাঙ্গন সফর করেন। নিয়াজীর আগমন উপলক্ষে সিলেটের স্বাধীনতাবিরোধীরা সম্বর্ধনা সভার আয়োজন করে। সভায় যোগদানকারীরা পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে শপথ নেন পূর্ব-পাকিস্তান রক্ষা করার। নিয়াজি বলেন সিলেটের জনগন ৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য গণভোটে ভোট দিয়েছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নহে। তাই তারা শেষ রক্তবিন্দু দিয়ে পাকিস্তান রক্ষা করবে। তিনি বলেন যে কোন মূল্য পাকিস্তান রক্ষায় যখন সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ তখন কোন এলাকা থেকে পশ্চাদপসরণ প্রশ্নই উঠে না। সভায় নিয়াজী স্বাধীনতাকামী যোদ্ধাদের ‘বিভ্রান্ত’ আখ্যা দিয়ে বলে যে, ‘এখনো ফিরে আসার সময় আছে, এরপর আর ক্ষমা করা হবে না, কঠোর হস্তে খতম করা হবে।’ সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজমল চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে ঘোষণা করে্ন, ‘আমরা সিলেটবাসীরা পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে ভারতীয় হামলার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’
নোটঃ নিয়াজির এই সফরের সময় সিলেটের এক পঞ্চমাংশ এলাকা মুক্তিবাহিনীর দখলে।