মুক্তিফৌজের দ্বিমুখী অভিযান
পাক সেনার সঙ্গে বিশ্বাসঘাতকদের জবাই
আগরতলা- ৫ জুনা স্বাধীন বাংলাদেশের মুক্তিফৌজ দুর্বারগতিতে আঘাত হেনে চলেছে পাক নাৎসী বাহিনীর উপর। বাংলাদেশ কমান্ডােরা এখন প্রতিটি রণাঙ্গণেই দ্বি-মুখী অভিযান আরম্ভ করেছে। মুক্তিফৌজের জেনারেল অপারেশন স্কোয়াড যেমন গেরিলা আক্রমণে পাক সেনা শিবিরগুলাে তছনছ করছে তেমনি ডেথ স্কোয়াড হত্যা করে চলেছে মুসলিম লীগ জামায়েত ইসলামী ও তথাকথিত শান্তি কমিটির বিশ্বাসঘাতকদের।
মুক্তিবাহিনী চলতি সপ্তাহে রংপুর, খুলনা, যশাের, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়ে প্রচুর সংখ্যক পাক সেনা খতম করেছে। উড়িয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সেতু। ধ্বংস করেছে গানবোেট, স্পিডবােটসহ অনেকগুলাে জলযান। কয়েকটি সামরিক লরি ও জিপ দখল করে নিয়েছে। দখল করেছে প্রচুর অস্ত্রশস্ত্র এবং সমর সম্ভার।
ভীত সন্ত্রস্ত পাক সেনারা বেগতিক দেখে পালিয়ে যাবার পথে পল্লী অঞ্চলগুলিতে লুটতরাজ, অগ্নিসংযােগ, নারী ধর্ষণ ও বেপরােয়া হত্যালীলা চালিয়ে যাচ্ছে। মুক্তিফৌজকে কাবু করতে না পেরে কোনাে কোনাে এলাকায় বর্বর পাক সেনারা তাদের অনুগত মুসলিম লীগের বিশ্বাসঘাতকদের মেরে ফেলছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র: গণসংহতি
০৬ জুন, ১৯৭১
২২ জ্যৈষ্ঠ ১৩৭৮