১ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনী
জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন পূর্ব পাকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনী মোতায়েনের ব্যাপারে মহাসচিব উথানট এর অনুমোদন লাগবে। সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘকে( উথানটকে পত্র দেন) অনুরোধ জানিয়েছেন। উথান্ত পরবর্তী কার্যক্রমের জন্য পত্রটি নিরাপত্তা পরিষদের সভাপতি পোল্যান্ডের প্রতিনিধি Se Eugeniusz Kulaga বরাবর প্রেরন করেন। Se Eugeniusz Kulaga এর সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন সভাপতি দায়িত্ব গ্রহনের পর এ বিষয়ে কার্যক্রম নেয়া হতে পারে। পত্রটির অনুলিপি নিরাপত্তা পরিষদের সকল সদস্যদের কাছে বিলি করা হয়েছে। ভারত পাকিস্তানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই সিদ্ধান্ত সমর্থন জানিয়েছে। বর্তমানে পশ্চিম পাকিস্তানের কাশ্মীর সীমান্তে,সাইপ্রাস, কঙ্গোম মিশরের সিনাই উপদ্বীপে জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনী মোতায়েন রয়েছে।