You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | ওসমান ওলকে - সংগ্রামের নোটবুক

০১ ডিসেম্বর ১৯৭১ঃ ওসমান ওলকে

তুর্কী পররাষ্ট্রমন্ত্রী ওসমান ওলকের পাকিস্তান সফর শেষে আঙ্কারা রওয়ানা হয়েছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ সুলতান । পরে ইসলামাবাদ ও আংকারায় প্রকাশিত এক যুক্ত ইশতেহারে পাকিস্তানী এলাকা থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে প্রভাব খাটানো এবং পাকিস্তানের আঞ্চলিক সংহতির প্রতি সন্মান জানানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়।