You dont have javascript enabled! Please enable it! 1971.04.09 | সীমান্তের ওপারে রণাঙ্গন থেকে ঘুরে এসে নিজস্ব সংবাদদাতাদের রিপােট | সপ্তাহ - সংগ্রামের নোটবুক

সীমান্তের ওপারে রণাঙ্গন থেকে ঘুরে এসে নিজস্ব সংবাদদাতাদের রিপােট
অপরাজেয় বাংলা দেশ

সীমান্তের ওপারে বাঙলাদেশের মানুষ জীবনমরণ সংগ্রামে লিপ্ত। আধুনিক মারণাস্ত্রে সুসজ্জিত ইয়াহিয়া খানের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে তারা প্রাণপণ করে লড়ছেন স্বাধিকার প্রতিষ্ঠার জন্য। একদিকে বন্দুকের নল, অপরদিকে জনসাধারণ। লড়াই চলছে প্রতি ইঞ্চি জমির জন্যে। কখনও এ পক্ষ এক পা এগােচ্ছে কখনও বা ও পক্ষ। বেশ বােঝা যাচ্ছে, লড়াই দীর্ঘস্থায়ী হবে। অনেক রক্ত ঝরবে, অনেক জনপদ বিনষ্ট হবে—তবু এই অসম লড়াইয়ে শেষ পর্যন্ত জনসাধারণই জয়ী হবে।
‘সপ্তাহ’ পক্ষ থেকে যে চারজন প্রতিনিধি এই সপ্তাহে নিজেদের জীবন বিপন্ন করে সীমান্তের ওপারে বাঙলাদেশের মানুষের সংগ্রাম সরেজমিনে প্রত্যক্ষ করে এসেছেন তারা সকলে এই ধারণা নিয়েই ফিরে এসেছেন। তারা দেখে এসেছেন বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও বাঙলাদেশের মানুষের মনােবল অটুট আছে, তারা লড়ছেন এবং লড়বেন নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে। বাংলাদেশ অপরাজেয়।

সূত্র: সপ্তাহ, ৯ এপ্রিল ১৯৭১