১৯ অক্টোবর ১৯৭১ ইয়াহিয়া খান
ফ্রান্সের ‘লা মন্ড’ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ইয়াহিয়া খান বলেন ‘আমরা যুদ্ধ চাই না তবে আক্রান্ত হইলে প্রতিশোধ নিবে। প্রতিবেশী দেশ দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধাদের) প্রশ্রয় না দিলে এপ্রিলের মধ্যেই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসতো।’ বন্দী শেখ মুজিবের সাথে কোন আলোচনা করিবেন কিনা এই প্রশ্নের জবাব তিনি এড়িয়ে বলেন তাহার গোপন বিচার হইতেছে দেশের এই পরিস্থিতিতে গোপন বিচার স্বাভাবিক। পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য শেখ মুজিবের সঙ্গে তাঁর আলোচনার যে গুজব শোনা যায় তার সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেন, বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হলে ও তিনি জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ না করার আশ্বাস দিলেই সংলাপ হতে পারে।