You dont have javascript enabled! Please enable it! 1971.12.19 | বেইমানির সাজা | জাগরণ - সংগ্রামের নোটবুক

বেইমানির সাজা

বাংলার মুক্তিযােদ্ধারা তাহার ওবায়েদুল্লা নামটি ইমানদের তালিকায় সযত্নে অন্তর্ভুক্ত করিয়া রাখে। চলিতে থাকে বীর কমান্ডারদের বেইমানির সাজা দেওয়ার অভিযান। কয়েকবারই এই বেইমানের প্রাণনাশের চেষ্টা চলে। তাহাতে ব্যর্থ হইয়া অবশেষে মুক্তিবাহিনী দেশদ্রোহী ও ওবায়েদ উল্লার ছাগলনাইয়ার বাড়িটি আগুনে ভস্মীভূত করিয়া দেয়।
ফেনী অঞ্চল খান সেনাদের নিকট হইতে পুনরুদ্ধারের পর গত ৮ ডিসেম্বর ছাগলনাইয়ার বিরাট জনসভায় মুক্তিবাহিনীর কয়েকজন তরুণ প্রকাশ্যভাবে ঘােষণা করে এই বেইমানকে কোনােদিন স্বাধীন বাংলার আলাে-বাতাস ভােগ করতে দেওয়া হইবে না। বেইমান ওবায়েদ উল্লা আজ সাবেক পুতুল গভর্নর মালিকসহ ঢাকায় মুক্তিসেনার হাতে আত্মসমর্পণ করিয়া বেইমানির সাজা গ্রহণের শুভ মুহূর্তের প্রতীক্ষায় আছে। (চলবে)

সূত্র: জাগরণ
১৯ ডিসেম্বর, ১৯৭১