১৭ অক্টোবর ১৯৭১ঃ জগজিবন রাম
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজিবন রাম পাঞ্জাবের জলন্ধরে বলেন পাকিস্তান যদি একান্তই ভারতকে যুদ্ধ জেতে বাধ্য করে ভারত অধিকৃত পাকিস্তানি ভূখণ্ড আর ছাড়বে না। পাকিস্তান পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সাথে গ্রহণযোগ্য সমাধানে না পৌছলে ভারত সীমান্ত থেকে তার সৈন্য বাহিনী সরাবে না এ ক্ষেত্রে আন্তরজারতিক কোন চাপ ভারত মানবে না। এর আগে ইয়াহিয়া বলেন মুক্তিবাহিনী তার দেশের কোন অংশ দখল করলে তার প্রতিশোধ ভারতের উপর নিবে।