১৭ অক্টোবর ১৯৭১ঃ ময়মনসিংহে গভর্নর মালিক
গভর্নর মালিক ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে বলেন রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শত্রু মোকাবেলার জন্য জনগনের প্রতি আহবান জানান। যখন দেশের দুশমনরা দেশের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্রে মেতে উঠেছে তখন আমাদের মধ্যে একে অপরের দোষারোপের সময় নয়। স্বাধীনতা রক্ষাই এখন মুল দায়িত্ব। অন্যান্য সকল বিষয় এর নীচে স্থান দেয়া উচিত। স্বাধীনতা না থাকলে আমাদের বেচে থাকার কোন অর্থই নেই। সাম্প্রতিক গোলযোগ ভারতের ষড়যন্ত্র। তারা কোনদিন পাকিস্তান মেনে নেয়নি। পশ্চিমবঙ্গের দারিদ্রতার কারনে ভারত পূর্ব পাকিস্তান দখল করিতে চায়। তিনি বলেন খাদ্য শস্য এর মূল্য পশ্চিম বং থেকে পূর্ব পাকিস্তানে অনেক কম।
তিনি বলেন পূর্ব বাংলা যদি স্বাধীন হয় তাহলে পশ্চিম বাংলা এর অন্তর্ভুক্ত হওয়া উচিত। তারা কেন যে দিল্লি থেকে পৃথক হতে চাচ্ছে না। তিনি বলেন, “বিশ্বাসঘাতকরা পেছন থেকে ছুরি না মারা পর্যন্ত মুসলমানরা কখনো যুদ্ধে হারেনি, স্বাধীন বাংলার প্রবক্তাদের পরিণাম মীরজাফর, উমিচাঁদ, জগৎশেঠদের অবস্থা দাঁড়াবে।” পরে তিনি রাজাকারদের এক সমাবেশে বলেন রাজাকারদেরকে বাইরের শত্রু মোকাবেলার সঙ্গে সঙ্গে সমাজবিরোধীদের দমন করতে হবে। পরে তিনি শান্তি কমিটির নেতাদের সাথে আলাপ আলোচনা করেন। স্থানীয় অফিসারদের সাথেও তিনি বৈঠকে মিলিত হন।