১৬ অক্টোবর ১৯৭১ঃ অর্থমন্ত্রী আবুল কাসেম
আবুল কাসেম এদিন এক বেতার ভাষণে সমাজবিরোধীদের (মুক্তিযোদ্ধাদের) দ্বারা বিভ্রান্ত না হয়ে শত্রু-দেশে (ভারতে) আশ্রয় গ্রহণকারীদের ফিরে আসার আহবান জানায়। ভাষণে সে ফিরে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন এবং নিরাপত্তা দেয়া হবে বলেও জানায়। তিনি বলেন ভারতের কারসাজিতে দেশের অস্তিত্ব এখন বিপন্ন। পাকিস্তানের ভিত্তিমুলে মরন আঘাত হানতে তারা প্রস্তুত। পাকিস্তানের আঞ্চলিক খণ্ডতা রক্ষায় জনগণকে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র বিরোধীরা দেশের যোগাযোগ বেবস্থা বিনষ্ট করছে প্রদেশের অর্থনীতি ধংশ করছে।