You dont have javascript enabled! Please enable it!

১২ অক্টোবর ১৯৭১ঃ ইয়াহিয়া

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন ২০ ডিসেম্বরের মধ্যে তিনি শাসনতন্ত্র দিবেন এবং ২৭ ডিসেম্বর জাতীয় পরিষদ বসবে স্পীকার হবেন প্রবীণ তম সদস্য। অধিবেশনের পরপরই তিনি কেন্দ্রীয় সরকার গঠন করবেন। তিনি বলেন, শত্রুভাবাপন্ন শক্তি যখন তার দ্বারগোঁড়ায় তখন আমাদের নিজেদের মধ্যে বিরোধ ভুলে যেতে হবে। পাকিস্তানের জাগ্রত সেনাবাহিনী পূর্বের মতোই সাফল্যের সঙ্গে যে কোনো আক্রমণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। তিনি আরো বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি সব ধরনের ব্যবস্থা নিয়েছি। নতুন শাসনতন্ত্র এবং নির্বাচন তারই ফসল। সব সিদ্ধান্ত নিয়েই তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান।