১১ অক্টোবর ১৯৭১ঃ গভর্নর মালিক
গভর্নর এ এম মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস এর সাথে এক সাক্ষাত কারে ভারত থেকে পূর্ব পাকিস্তানী শরণার্থীদের বিমানযোগে প্রত্যাবাসনের প্রস্তাব করেন। আন্তর্জাতিক সংস্থাগুলি এই দায়িত্ব গ্রহন করিতে পারে।
নোটঃ মাথা মোটা মালিকের এই বিষয়ে খরচপাতির কোন জ্ঞান ছিল বলে মনে হয় না। ১৯৭৩ সালে পৃথিবীর সবচে বড় এয়ার লিফটিং করে জাতিসংঘ। প্রায় পৌনে তিন লাখ বাঙ্গালী পাকিস্তান থেকে আনা এবং ২ লাখ বিহারি পাকিস্তানে নিতে তাদের সময় লাগিয়াছিল এক বছর এবং ফান্ড সৃষ্টির জন্য অনেক দেন দরবার করতে হইয়াছিল।