৮ অক্টোবর ১৯৭১ঃ মাহমুদ আলী রজারস মিটিং
পিডিপি প্রধান নুরুল আমিনের জরুরী তলবে মাহমুদ আলী দেশে ফিরছেন। মাহমুদ আলী ১৩ অক্টোবর আরসিডি ফ্লাইটে ফিরে আসবে বলে জানা যায়। আসন্ন উপনির্বাচনে দলের কর্মসূচি নির্ধারণের জন্যে তার উপস্থিতি। বৃহস্পতিবার তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রজারস এর সাথে মিটিং করেন। তিনি রজারসকে সম্প্রতি ভারতীয় হামলার বিষয় জানান। এখনই তা বন্ধ না করাতে পারলে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে। আন্তজারতিক সংস্থা সমুহের এই ব্যাপারে দায় আছে। সিলেট বীর মেজর (ব্রিগ্রেঃ) রত্তন কাউল। কোম্পানি কম্যান্ডার ৪ ব্যাটেলিয়ন ৫ গুর্খা। যুদ্ধক্ষেত্র সিলেট উত্তরপূর্ব। বিপক্ষ ৩১ পাঞ্জাব পাকিস্তান। যুদ্ধাহত ( ইয়ান করডজো সহ আহত )। সহযোগী মুক্তিবাহিনী ১ বেঙ্গল।
Note ঃ সিলেট রেল স্টেশনের বাংলা নাম এডিট করে হিন্দি নাম দেয়া হয়েছে হিন্দিভাষীদের জন্য। উহা আমার দেয়া নয়।